অসুস্থতার জন্য রানি এলিজাবেথ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

অসুস্থতার জন্য রানি এলিজাবেথ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না

ব্যাক পেইনের ব্যথার কারণে রানি এলিজাবেথ রবিবার সেনোটাফে বার্ষিক স্মরণ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। যদিও বাকিংহাম প্রাসাদ থেকে এর আগে জানানো হয়েছিল, রানি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

কিন্তু গতকাল রাজপ্রাসাদ জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথ পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এজন্য তিনি হতাশা প্রকাশ করেছেন।

এর আগে গতকাল বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছিল, জনসাধারণের উপস্থিতিতে ৯৫ বছর বয়সী রানি ১৪ নভেম্বর রবিবার সেনোটাফে বার্ষিক স্মরণ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বিবৃতিতে রাজসিংহাসনের সঙ্গে যুদ্ধে নিহত ও আহতদের স্মরণ করার ওই অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছিল।

উল্লেখ্য, গত মাসে অসুস্থ রানি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক রানিকে ভারী কাজ না করার অনুরোধ জানান। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। সূত্র: বিবিসি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা