আজ থেকে শুরু বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-11-2021

আজ থেকে শুরু বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান

যশোরের ওসমানী স্টেডিয়াম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি চতুর্থ বাংলাদেশ-ভারত সাইক্লিং অভিযান শুরু হচ্ছে আজ সোমবার।

সাইক্লিং অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর ৩০ জন দক্ষ কর্মকর্তা এবং জুনিয়র কমিশনড কর্মকর্তাসহ অন্যান্য পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করবেন। 

ভারতীয় হাইকমিশন জানায়, এই অভিযান যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও দর্শনার ঐতিহাসিক এলাকাসহ বাংলাদেশের ১৯৭ কিলোমিটার পথ অতিক্রম করবে। পুরো দলটি ১৯ নভেম্বর সকালে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। দলটি ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রাণাঘাট এবং কল্যাণীর মধ্য দিয়ে ২৪ নভেম্বর ১৮১ কি.মি. পথ পাড়ি দিয়ে কলকাতায় তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে।

কলকাতায় ভারতীয় সেনাবাহিনী আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অভিযানের সমাপ্তি ঘোষণা করবেন ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা