যুক্তরাষ্ট্র ধামাচাপা দিয়েছে , সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৪ বেসামরিক ব্যক্তি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

যুক্তরাষ্ট্র ধামাচাপা দিয়েছে , সিরিয়ায় বিমান হামলায় নিহত ৬৪ বেসামরিক ব্যক্তি

২০১৯ সালে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর একটি বিমান হামলা চালায় মার্কিনীরা। এই হামলায় মারা যাওয়া ৮০ জনের মধ্যে ৬৪ জনই ছিল বেসামরিক মানুষ। এতদিন ধরে এসব তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৪ নভেম্বর) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার বিষয়ে স্বাধীন তদন্ত কখনও পরিচালিত হয়নি। কর্মকর্তারা এই সপ্তাহে প্রথমবারের মতো বোমা হামলার কথা স্বীকার করেছেন। তারা বলেছে, ১৬ জঙ্গি ছাড়া নিহতদের সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট ছিল না।

২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী এক বিক্ষোভের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থার নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে যে সংঘাতের সূচনা হয়; সেটিই পরে গৃহযুদ্ধে রূপ নেয়। এক দশকের এই সংঘাতে কমপক্ষে তিন লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির অর্ধেক জনগোষ্ঠীই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা