ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল মধ্যপ্রাচ্যের ৫ দেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল মধ্যপ্রাচ্যের ৫ দেশ

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইরানসহ মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ। জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে। যার উৎপত্তিস্থল ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে। 

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ জানা যায়নি। আইএসএনএ এক রিপোর্টে জানিয়েছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা