২৪ ঘণ্টায় আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

২৪ ঘণ্টায় আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩১। এর মধ্যে ঢাকায় ৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৩৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৫০৭ জন, আর বাকি ১২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা