সিদ্ধিরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা ও সেমিনার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

সিদ্ধিরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা ও সেমিনার

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের আদমজীতে ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ফ্রি চিকিৎসা সেবা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ ফ্রি চিকিৎসা সেবা ও সেমিনার অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব।

রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান শেষে অনুষ্ঠিত হয় সেমিনার। ফ্রি চিকিৎসা সেবার মধ্যে ছিলো- ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ডাক্তার চেকাআপ ও ফ্রি রিপোর্ট দেখানো।

ঢাকার মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী এবং মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. ফরহাদ হোসেন সরকার, ডা. আল ওয়াজেদুর রহমানসহ অন্যান্য ডাক্তাররা এ চিকিৎসা সেবা প্রদান ও সেমিনারে অংশগ্রহণ করে। ফ্রি চিকিৎসা সেবার পরে আলিফ ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দুপুর দেড়টা থেকে সেমিনার অনুষ্ঠিত হয়। বেক্সিমকো ফার্মা ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ছিলো সার্বিক সহযোগীতায়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা