এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোরেলগঞ্জে অনুপস্থিত ৭৭


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোরেলগঞ্জে অনুপস্থিত ৭৭

এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে দাখিল ও কারিগরি বিভাগের ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছেন। এর মধ্যে ৭০ জন দাখিল ও সাতজন ভোকেশনাল (কারিগরি বিভাগের)।

রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোরেলগঞ্জের ৬১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৪১৬ পরীক্ষার্থী প্রবেশপত্র গ্রহণ করে সকলেই উপস্থিত হয়েছেন।

ঢাকা বোর্ডের অধীনে ৬৩টি দাখিল মাদ্রাসা থেকে ১ হাজার ৫৪২ জন প্রবেশপত্র গ্রহণ করেন। এর মধ্যে অনুপস্থিত হয়েছেন ৭০ জন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, করোনা পরবর্তী প্রথম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখানে ৭টি কেন্দ্রে প্রথম পরীক্ষায় দাখিল ও কারিগরি বিভাগের ৭৭ জনকে অনুপস্থিত পাওয়া গেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা