বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উৎসবমুখর এবং স্বচ্ছ-সুন্দর পরিবেশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি আবেদনকারীরা। ৫টি স্থরে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ কর্মকর্তারা। 

বরিশাল জেলায় কনস্টেবলের ৪৮টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করে ২ হাজারের অধিক চাকুরী প্রত্যাশী।  এর মধ্যে পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে ৪১ জন এবং নারী নিয়োগ করা হবে ৭ জন। 

আজ সকাল ৬ টার পর থেকেই বরিশাল জেলা পুলিশ লাইনে ভিড় করেন আবেদনকারীরা। তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 

পুলিশ কর্মকর্তারা জানান, রবিবার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন প্রার্থীদের শারীরিক পরিমাপ ও যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া প্রথম দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়। এতে উত্তীর্ণদের দ্বিতীয় দিন সোমবার দৌড়, পুশআপ এবং লং ও হাইজাম্প করানো হবে। 

বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট খরচ করে এবং শারীরিক ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে কয়েকটি স্তরে উত্তীর্ন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই বলে দাবি করেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা