ডিবির অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ১


মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 14-11-2021

ডিবির অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মৌলভীবাজার পৌরসভার চুবড়া রোডের জমজম হাউজের তৃতীয় তলার একটি ফ্লাট থেকে রাজন ফারুক ওরফে রাজন(২৯) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক রাজন ফারুক ওরফে রাজন হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোনাবাড়ি গ্রামের মৃত সোয়েব মিয়ার ছেলে। গত ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যা অনুমান ৬.৩৫ ঘটিকার সময় জেলার চুবড়া রোডের বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পৌরসভার চুবড়া রোডের একটি বাসায় ফেন্সিডিল বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ রাজন ফারুক ওরফে রাজন কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা । তিনি আরো জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা