নাক মুখ চেপে হাঁচি নয়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

নাক মুখ চেপে হাঁচি নয়

হুটহাট হাঁচি পেয়ে বসে৷ এই ধরুন কথা বলছেন, হাঁচি পেয়ে বসলো৷ প্রায়শই কোনো না কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। এখন আর উপায় কি? নাকের ফুটো দুটো চেপে ধরেন অনেকে। নিঃশ্বাস নেয়া বন্ধ করতে চান। অথবা হাতের তালু দিয়ে আড়াল করতে চান। বর্তমান পরিস্থিতির বিচারে হাঁচি পাওয়াটা বেশ অস্বস্তিকর। তবে হ্যাঁ, হুটহাট হাঁচি পেয়ে বসলে নাক মুখ চেপে ধরা উচিত না। এতে আপনার ক্ষতি হতেই পারে। কিন্তু কি ধরণের ক্ষতি?  একবার ভেবে দেখেছেন কি? আপনি হাঁচি দিলে আপনার মুখ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে বাতাস বের হচ্ছে। আপনি যখন মুখ চাপা দিয়ে থামাতে চান, তখন সেই বাতাস আপনার দেহে আলোড়ন সৃষ্টি করে। এতে আপনার কানের পর্দা ফেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাঁচি পেলে শুধু মুখ আড়াল করার চেষ্টা করুন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা