অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড: পিটারসেনের চ্যাম্পিয়ন কে?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2021

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড: পিটারসেনের চ্যাম্পিয়ন কে?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম বৈশ্বিক শিরোপা ঘরে তোলার জন্য লড়বে আজ তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

যেই দল জিতুক, তার হাতে উঠবে এই প্রতিযোগিতার প্রথম শিরোপা। কেভিন পিটারসেন ফাইনাল জয়ী নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘নিউজিল্যান্ডকে দেখে মনে হচ্ছে তারা সব দিক দিয়ে প্রস্তুত। কিন্তু আমি অস্ট্রেলিয়ার কথা বলছি, জিতবে তারাই। ইতিহাস বলে যখন এই দু'টি দল বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠে, অজিরা উড়িয়ে দেয় কিউইদের। ২০১৫ সালে মেলবোর্নে ৫০ ওভারের ফাইনালে এটা হয়েছিল। রবিবার অস্ট্রেলিয়া ট্রফি ঘরে তুললে আমি অবাক হবো না।’

পিটারসেন আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ান কৌশল কি জানেন, যখন লড়াইটা বাঁচা-মরার, তখন তারা ঘুরে দাঁড়ায়। তারা তাদের কাজটা ঠিকভাবে করবে। এ কারণে তারা দীর্ঘদিন ধরে এমন অদম্য একটি দল। তারা যদি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে যায়, তাহলে বাড়তি কিছু খুঁজে নেয়।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা