ইমামের কবজি বিচ্ছিন্নের মামলায় হামলাকারী কারাগারে


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 13-11-2021

ইমামের কবজি বিচ্ছিন্নের মামলায় হামলাকারী কারাগারে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলীর বাম হাতের কবজি এবং ডান হাতের দুটি আঙুল কুপিয়ে বিচ্ছিন্নের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হামলার পর আটক বাবুল মাঝীসহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে শনিবার বাবুগঞ্জ থানায় মামলা করেন আহতের ভাই সেলিম বেপারী। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুল মাঝীকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান, পশ্চিম ইসলামপুর গ্রামের ফরিদ মাঝীর ছেলে বাবুল মাঝী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। এলাকায় ফিরে বাবুল স্থানীয় ওই মসজিদে নামাজ পড়ানোয়, তার ত্রুটি আছে বলে দাবি করেন ইমাম। সম্প্রতি বাবুল ওই মসজিদে তারমতো করে এতেকাফে বসতে চান। ইমাম ইয়াকুব তাকে তার নিজস্ব নিয়মানুযায়ী মসজিদে এতেকাফে বসতে বাঁধা দেন। এতে ইয়াকুব আলীর ওপর ক্ষুব্ধ ছিলেন বাবুল। এর জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে মসজিদের সামনে ইমাম ইয়াকুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কবজি এবং ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন করে ফেলেন তিনি। ইমাম ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাবুলকে আটক করে।

এদিকে মসজিদের ইমামের হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় বিক্ষুব্ধরা ওই এলাকার জাহাপুর থেকে ইসলামপুর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে হামলাকারী বাবুলের কঠোর শাস্তি দাবি করা হয় বলে জানান স্থানীয় বাসিন্দা খসরু সিকদার।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা