বৈদ্যুতিক মিটারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2021

বৈদ্যুতিক মিটারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ইউনিয়ন পরিষদের ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুকের স্মৃতি স্তম্ভে গোবর দেয়াসহ জুতা রেখে দেয়া হয়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শনিবার এ নিয়ে পুরো ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এছাড়াও আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদের স্মৃতিস্তম্ভে গোবর দেয়া হয়। একই সাথে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি তার প্রতিপক্ষকেই দায়ী করছেন।

এ ব্যাপারে সন্তোষ পুলিশ ফাঁড়ির এসআই রেহানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে একটি মামলা করতে বলা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা