মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে মানতে হবে যেসব শর্ত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2021

মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে মানতে হবে যেসব শর্ত

করোনার কারণে দীর্ঘদিন দর্শক শূন্য ছিলো বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তবে সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। ১৯ নভেম্বর হতে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। 

এখনও আনুষ্ঠানিক ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পুরো গ্যালারির টিকিট অবশ্য এবার ছাড়বে না বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ইত্তেফাক অনলাইনকে বলেন, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করানোর পরিকল্পনা রয়েছে তাদের। সেই সঙ্গে যাদের করোনার সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যারা করোনার দুই ডোজ টিকা দিয়েছেন তারাই কেবল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের খেলাগুলো মাঠে বসে দেখতে পারবেন। 

তবে কবে থেকে টিকিট ছাড়া হবে বা কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাবিদ ইমাম। গত কয়েকদিন আগে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালোর দিকে। বিধিনিষেধও নেই কোথাও। তাই মাঠে দর্শক ফেরাতে মরিয়া বিসিবি। 

তিনি মনে করেন, ‘এখনই গ্যালারি দর্শক পূর্ণ দেখা যাবে না। আপাতত ফিরবে অর্ধেক দর্শক। সরকারের সবুজ সঙ্কেত পেলে বিষয়টি চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে।’

 

কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশে। তবে খেলা হয় দর্শকবিহীন মাঠে। এরপরও প্রতিটি সিরিজই দর্শক ছাড়াই মাঠে নেমেছিল টাইগাররা। কেবল গত বছর নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএলে কিছু দর্শক ছিল মাঠে।

সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেন দেশের দর্শকরা। কোভিডের কারণে এরপরই বন্ধ হয়ে যায় সবধরনের ক্রিকেট।

কোভিড পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বজুড়ে অন্য সব সিরিজের মতো এই সিরিজও আয়োজিত হবে জৈব-সুরক্ষা বলয়ে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের মতো ততোটা কঠোর কোভিড প্রটোকল এবার নাও থাকতে পারে বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে হেরে শনিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশে আসে পাকিস্তান দল। ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। এরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৬ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৪ ডিসেম্বর ঢাকায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা