রিজওয়ানের দেশপ্রেমে বিস্মিত ভারতীয় চিকিৎসক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2021

রিজওয়ানের দেশপ্রেমে বিস্মিত ভারতীয় চিকিৎসক

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ পাকিস্তানের। ম্যাচে অজিদের বিপক্ষে দুর্দান্ত খেলেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

অথচ ম্যাচের আগে বুকের সংক্রমণ নিয়ে দুইদিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। দু'দিনেই সুস্থ হয়ে মাঠে নেমে ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান।

তবে আলোচনায় উঠে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতীয় এক চিকিৎসকের সেবাতেই সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের এই তারকা। এমনকি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দৃঢ় মনোবল ও দেশপ্রেম দেখে রীতিমতো চমকে গেছেন ভারতের সেই চিকিৎসক সাহের সাইনালআবদিন।

ম্যাচ হারলেও ভারতীয় সেই চিকিৎসকের উপকারের কথা ভুলেননি রিজওয়ান। খেলা শেষে সাহেরের সঙ্গে যোগাযোগ করেন রিজওয়ান এবং নিজের সই করা জার্সি উপহার দেন তাকে।

রিজওয়ানের দ্রুত সেরে ওঠার ঘটনায় বিস্মিত চিকিৎসক সাহেরও। তার মতে দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছা ও মানসিকতাই রিজওয়ানকে দ্রুত সুস্থ করে তোলে।

গণমাধ্যমকে সাক্ষাৎকারে চিকিৎসক সাহির বলেন, ‘রিজওয়ান হাসপাতালের বিছানায় শুয়ে শুধু একটা কথাই বলতেন-আমি খেলব। আমাকে দলের সঙ্গে থাকতে হবে। দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার অদম্য আগ্রহ ছিল রিজওয়ানের। তিনি দৃঢ় এবং আত্মবিশ্বাসী ছিলেন। যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে ওঠেন তা আমাদের অবাক করেছে। তার সংক্রমণ মারাত্মক ছিল। এই ধরনের সংক্রমণ থেকে কোনো রোগীর সুস্থ হতে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় লাগে।’

রিজওয়ানের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয়ে সাহির বলেন, বেশ কিছু দিন ধরেই কাশি ও বুকে ব্যথা হচ্ছিল রিজওয়ানের। ওই অবস্থাতেই খেলছিলেন তিনি। সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুকের ব্যথা খুব বেশি বেড়ে গেলে আমরা তাকে সঙ্গেসঙ্গে আইসিইউতে ভর্তি করি।’

আইসিইউতে ৩৫ ঘণ্টা রেখে রিজওয়ানকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সাহির। তিনি বলেন, ‘খেলোয়াড় হওয়ায় অন্যদের থেকে শারীরিক ক্ষমতা বেশি রিজওয়ানের। সেই ক্ষমতা ও আল্লাহর প্রতি বিশ্বাস তাকে দ্রুত সুস্থ করে তুলেছে।’

নেটিজেনদের মতে, ক্রিকেটই পেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের নাগরিকের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করতে। সীমান্ত উত্তেজনা, বৈরিতা সব ছাপিয়ে ভাতৃত্বের উদাহরণ তৈরি করেছেন রিজওয়ান।

সূত্র: খালিজ টাইমস।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা