ফাইনালে ফিরছেন সেইফার্ট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2021

ফাইনালে ফিরছেন সেইফার্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে দলে ফিরছেন নিউজিল্যান্ডের এক নম্বর উইকেটকিপার টিম সেইফার্ট। প্রথম ম্যাচের পর পাঁচ ম্যাচ ধরে মাঠের বাইরে থাকতে হয় তাকে। 

সেইফার্টকে তার জায়গা ছেড়ে দিতে হয়েছিল ডেভন কনওয়ের হাতে। একজন অতিরিক্ত বোলারের প্রয়োজন ছিল বলে একাদশে রাখা হয় অ্যাডাম মিলনেকে। তাতে কোনো পজিশনে সেইফার্টকে রাখা যায়নি। অবশ্য তার স্থলাভিষিক্ত কনওয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে কনওয়ে ভুল করে বসেন, উইকেট হারানোর হতাশায় মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ডান হাত দিয়ে ব্যাটে ঘুষি দেন। হাত ভেঙে যায় এবং ফাইনাল থেকে বাদ পড়লেন।

সেইফার্টের দলে ফেরার ব্যাপারটি নিশ্চিত করলেন কোচ গ্যারি স্টিড, ‘আমাদের তো কিপার রাখতেই হবে। তাতে টিম দলে ফিরছে। তারপর আমাদের আক্রমণে ভারসাম্য আনতে হবে।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা