আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 11-11-2021

আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক টিকা উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এই টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অর্ধলক্ষ লোক আক্রান্ত

বার্তায় বলা হয়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে।

এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা