উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে'


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 11-11-2021

উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে'

উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়ন নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তারই আলোকে উপকূলের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তাসহ জলবায়ু বিরুপ প্রভাব মোকাবেলায় কাজ চলছে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে উপকূলের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র, পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন, সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন, সচেতন সংস্থার মিঠুন দত্ত প্রমুখ। এসময় মন্ত্রীর কাছে ‘সুশীলন’-এর ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের ক্রেস্ট ও সুভেনীর হস্তান্তর করা হয়।

সভায় খাদ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভিশন ২০৪১ ও ডেল্টা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় ও চরাঞ্চলের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। খাদ্য নিরাপত্তার জন্য উপকূলীয় জেলা খুলনা ও বরিশালে বড় সাইলো নির্মাণ ছাড়া পারিবারিক সাইলো বিতরণের কর্মসূচী নেওয়া হয়েছে। লবণাক্ততা সহিষ্ণু ধানের আবাদ শুরু হয়েছে। যা উপকূলের জনগনের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করতে এবং খাদ্যে ভেজাল বিরোধী প্রচারণা জোরদার করার আহ্বান জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা