বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কমলগঞ্জে চালু হচ্ছে।


জাকির হোসেন সুমন স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 11-11-2021

বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কমলগঞ্জে চালু হচ্ছে।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত সীমান্ত হাট। এ লক্ষে মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ সীমান্ত হাটের জায়গা নির্বাচনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ সীমান্ত হাট পরিচালনা কমিটির যৌথ সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তের চাম্পারায় চা বাগান সংলগ্ন সোনারায় এলাকায় হাট পরিচালনার কার্যক্রম চালু হবে বলে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ একমত পোষণ করেন। এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা