সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই

নাটোরের সিংড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে কাউয়াটিকরী গ্রামবাসী ও পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভায়। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ভুক্তভোগীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম বলেন, ঘটনা শোনার পর পরই রাতেই আমি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা