৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

৫০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন টেসলার মালিক ইলন মাস্ক। কদিন আগেই তার টুইটার অনুসারীদের কাছে মাস্ক একটি প্রশ্ন রেখেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, টেসলার শেয়ার তিনি বিক্রি করবেন কিনা। অনুসারীরা বিক্রির পক্ষে মত দেয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে টেসলার শেয়ারের মূল্য ১৬ শতাংশ কমে গেছে। টেসলা হল বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা। তাদের স্টক মার্কেট মূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি। 

এর আগে ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, যদি জাতিসংঘের কর্মকর্তারা তাকে গ্যারান্টি দেয়, তার ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বে অনাহার মিটবে, তাহলে তিনি নিজের শেয়ার বিক্রির জন্য প্রস্তুত। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই কথা জানিয়েছিলেন তিনি। তবে এবারের শেয়ার বিক্রির সঙ্গে আগের এই ঘোষণার সম্পর্ক আছে কিনা, তা জানা যায় নাই।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা