সীমান্ত জনপদ গোয়াইনঘাট আইএফআইসি ব্যাংক উপ-শাখার উদ্বোধন।


জাকির হোসেন সুমন স্টাফ রিপোর্টারঃ , আপডেট করা হয়েছে : 11-11-2021

সীমান্ত জনপদ গোয়াইনঘাট আইএফআইসি ব্যাংক উপ-শাখার উদ্বোধন।

সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাটে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিকে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা সদরস্থ সবজি বাজারে হাজী আজির উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের এই উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক কাইউম চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৬ সালে ব্যাংকটি গঠিত হয়। শুরু থেকেই গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিশ্চিতকল্পে ব্যাংকটি কাজ করে আসছে। একপর্যায়ে উন্নত ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংক দেশের আপামর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ সুবিধা প্রদানসহ সরকার ঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক। অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফি, সরকারি রাজস্ব আইএফআইসি ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় সহজেই পরিশোধ করা যাচ্ছে। অপরদিকে মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান,দারিদ্র বিমোচন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আইএফআইসি ব্যাংক প্রয়োজনভিত্তিক বিনিয়োগ করছে। আইএফআইসি ব্যাংক গোয়াইনঘাট শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাসহ ইন্টারনেট ব্যাংকিং, সেলফোন অ্যাপ ও অন্যান্য প্রযুক্তি সমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক বদ্ধপরিকর বলে তিনি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রযাত্রায় এই জনপদের আপামর জনসাধারণের ভাগ্যোন্নয়নে এ ব্যাংকটির উপ-শাখা স্থাপন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি আধুনিক ব্যাংকের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এ ব্যাংকিং সুবিধার আওতায় এসে ব্যবসা-বাণিজ্যসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, আইএফআইসি গোয়াইনঘাট উপ-শাখার ইনচার্জ মো. জুবায়ের আহমদ, স্টেশন রোড সিলেট উপ-শাখার ইনচার্জ আতিকুজ্জামান, টিএসও নিহার রঞ্জন দাস প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা