লাকসামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

লাকসামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

কুমিল্লার লাকসামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম।

চলতি রবি মৌসুমে উপজেলার ৫৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে জানানো হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা