'শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে'


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

'শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে'

আমাদের প্রজন্মের জন্য শব্দ দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্রের কর্ণধার হবে। তাদের সুরক্ষা ও নিরাপদ পরিবেশ দেওয়া আমাদের মূল লক্ষ। “শব্দ চাই কিন্তু শব্দ দূষণ চাই না”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক-শিক্ষিকা ও এনজিও প্রতিনিধিদের সাথে শব্দ দূষণ প্রতিরোধে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. হুমায়ুন কবীর এসব কথা বলেন। 

বৃহস্পতিবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঞ্জুরুল ইসলাম প্রমুখ। 

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে সাদিয়া সাদনান অভি, মো. ফাইম হোসেন, প্লাবন কুমার রায়, আবু রায়হান কবির, শিক্ষকদের পক্ষে এমদাদুল হক, রওশন আরা ছবি। এনজিওদের পক্ষে যোসেম মিন, রওনক আরা নিপা, আবু বক্কর সিদ্দিক ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)