কুমিল্লায় ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ১ আহত ২০


এম আর রানা কুমিল্লা , আপডেট করা হয়েছে : 11-11-2021

কুমিল্লায় ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ১ আহত ২০

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেঘনা উপজেলার আমিরাবাদ কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে শাওন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মানিকারচর ইউনিয়নের আমীরারাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, দুপুর ১২ টায় নির্বাচন চলাকালে ভোট দেয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক প্রার্থী ও একই দলের স্বতন্ত্র চেয়ারমান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিদ্রোহী প্রাথীর সমর্থক শাওন, জয়, শামীম, মকবুল হোসেন, আল আমীনসহ ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ শাওন মিয়াকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা