নির্বাচনে সরে দাঁড়ালেন বাবার জন্য ছেলে, স্বামীর জন্য স্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

নির্বাচনে সরে দাঁড়ালেন বাবার জন্য ছেলে, স্বামীর জন্য স্ত্রী

কুড়িগ্রামে নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে বাবার জন্য ছেলে ও স্বামীর জন্য স্ত্রী সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন।

তিনি জানান, আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফা অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ভিতরবন্দ ইউনিয়নে বাবা-ছেলে ও বামনডাঙ্গা ইউনিয়নে স্বামী-স্ত্রীসহ ১৪ ইউনিয়নে মোট ৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শফিউল আলম শফি, তার ছেলে ফয়সাল শামীম এবং বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ব্যাপারী ও তার স্ত্রী মরিয়ম বেগমসহ মোট ৯৩ জনের মনোনয়ন বৈধতা পায়। 

গত ৭ নভেম্বর স্বামীর জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন মরিয়ম বেগম। এ বিষয়ে তার স্বামী আমজাদ হোসেন জানান, তার স্ত্রী বরাবরই গৃহিনী, কোনদিন রাজনীতি করেনি। পাশে থেকে সমর্থন ও সাহস যুগিয়েছে। এবারো তাই। মূলত এক অজানা আশংকায় পারিবারিকভাবে আলোচনা করে আমরা দুইজনেই মনোনয়নপত্র দাখিল করেছি। কোন কারণে আমার মনোনয়নে সমস্যা হলে সে যেন নির্বাচন করতে পারে। যাচাই-বাছাইয়ে বৈধতা পাওয়ায় সে আশংকা কেটে গেছে। তাই আমার স্ত্রী মরিয়ম বেগম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাবার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ছেলে ফয়সাল শামীম। আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা