শিগগিরই ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে : রেলমন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

শিগগিরই ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে খুব শিগগিরই। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্ল্যাটফর্ম কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ আরও অনেকে।

রেলমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে। আর শেষ হওয়ার সাথে সাথেই ঢাকা থেকে উত্তর বঙ্গের সকল রেললাইন ডবল করা হবে, যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে রেলে বেশি যাতায়াত করে, সেই দিকে নজর দেওয়া হবে।

তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেন না করে, সেই দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা