পুলিশের কোলে চড়ে ভোট দিতে গেলেন বৃদ্ধ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

পুলিশের কোলে চড়ে ভোট দিতে গেলেন বৃদ্ধ

দুই বছর ধরে অসুস্থ আব্দুল জলিল (৭০) । নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভ্যানে চেপে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। কিন্তু ভ্যান থেকে বুথে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য তার নেই। বাধ্য হয়ে ভ্যানেই বসে থাকতে হয় তাকে। এ সময় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন দুই পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে বুথ পর্যন্ত পৌঁছে দেন হাইওয়ে পুলিশ কনস্টেবল রাসেল মাহমুদ ও রফিকুল ইসলাম বাবু। ভোট দেওয়া শেষে তাকে আবার ভ্যানে এনে বসিয়ে দেন তারা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কামার পুকুর কেন্দ্রে পুলিশে এই মানবিকতা চোখে পড়ে।  

আব্দুল জলিল জানান, ‘আমি প্যারালাইজড বলে হাঁটতে পারি না। তাই ভ্যান থেকে নেমে বুথে যেতে পারছিলাম না। অনেকটা সময় ভ্যানে বসে ছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে দুই পুলিশ সদস্য আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।’ কনস্টেবল রাসেল বলেন, ‘ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোট কেন্দ্রের দরজার দিকে তাকিয়ে ছিল। তখন বৃদ্ধ ভোটারের কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা