ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লো কিশোর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লো কিশোর

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে রবিউল ইসলাম রিপন (১৭) নামে এক কিশোর আটক হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাণীশংকৈলে উপজেলা কাশিপুর ইউনিয়নের ইফতেদাই মাদ্রাসা ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক পোলিং এজেন্টের কাছে ধরা পড়ে কিশোরটি।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক দীপঙ্কর বলেন, অন্য এক ব্যক্তির নামে ভোট দিতে বুথে গেলে উপস্থিত ফুটবল মার্কার পোলিং এজেন্ট চিনতে পারে কিশোর রিপনকে। সঙ্গে সঙ্গে সেই এজেন্ট আমাদেরকে জানালে আমরা তাকে আটক করি। 

জিজ্ঞাসাবাদে আটক রিপন ভোটার না হয়েও ভোট দেওয়ার চেষ্টার কথা স্বীকার করে জানায়, সে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থীকে ভোট দিতে চেয়েছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইফতেদাই মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবু শাহেনসাহ ইকবাল বলেন, আটক কিশোর জালভোট দেওয়ার দায় স্বীকার করেছে। পুলিশ কিশোরকে আটক করে আপাতত আমার রুমে রেখেছে। থানা থেকে পুলিশের গাড়ি এসে তাকে নিয়ে যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা