চীন শীতল যুদ্ধে ফিরে যাবে না


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2021

চীন শীতল যুদ্ধে ফিরে যাবে না

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শীতল যুদ্ধের সময়ের উত্তেজনায় ফিরে না যাওয়ার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। নিউজিল্যান্ড আয়োজিত এপিইসি আলোচনায় তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা।

তিনি আরো বলেন, চীনের নির্গমন-হ্রাস পরিকল্পনা আগামী বছরগুলোতে বিশাল বাজারের সুযোগ তৈরি করতে পারে। এই অঞ্চলের ব্যবসায়ীদের তাদের সেই প্রচেষ্টায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শি চিনপিং।

প্রেসিডেন্ট শি চিনপিং বৃহস্পতিবার ওয়েলিংটনে ভার্চুয়ালি অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিইও ফোরামে রেকর্ড করা ভিডিও বার্তায় বলেছেন, ভূ-রাজনৈতিক ভিত্তিতে আদর্শিক লাইন তৈরি করা কিংবা ছোট বৃত্ত গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরো বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শীতল যুদ্ধের যুগের সংঘাত এবং বিভাজনে পুনরায় প্রবেশ করতে পারে না এবং তা করা উচিতও নয়।

চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি আন্দাজ করে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্র যে কোয়াড গঠন করেছে, মূলত সেটারই সমালোচনা করেছেন শি চিনপিং। 

শি চিনপিং আশা করছেন, যত শিগগিরই সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসবেন। জো বাইডেন এবং শি চিনপিংয়ের বৈঠকের ব্যাপারে এখনো কোনো তারিখ ঠিক হয়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা