ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক, থানায় মামলা


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 10-11-2021

ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক, থানায় মামলা

বরগুনার বেতাগী উপজেলার হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১০ নভেম্বর)  সন্ধ্যায় ছাত্রের চাচা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা এবং স্থানীয় সূত্রে জানা যায়, হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রকে প্রায়ই যৌন নিপীড়ন করতেন। একাধিকবার যৌন নিপীড়ন করে তিনি ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ছাত্রকে ভয়ভীতিও দেখান। ভয়ে একপর্যায়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ওই ছাত্র। ছাত্রের দাদী স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ছাত্র প্রধান শিক্ষক দুলালের নির্যাতনের কথা সে তাকে জানায়। ছাত্রের মুখে যৌন নিপীড়নের কথা শুনে ছাত্রের চাচা ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীদের নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ধরে থানায় সোপর্দ করেন।

বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের নামে থানায় একটি মামলা হয়েছে জেনেছি। মামলার পরপরই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ধর্ষণের শিকার শিশুর চাচা রুহুল আমিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আটক শিক্ষক দুলাল সিকদারকে আদালতে সোপর্দ করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা