ধুলাবালিতে ভরা রাস্তা, মানুষের দুর্ভোগ


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 10-11-2021

ধুলাবালিতে ভরা রাস্তা, মানুষের দুর্ভোগ

দিনাজপুর সদরের পিডিবি মোড় থেকে গোসাইপুর হয়ে পুনর্ভবা নদীর সাইতনতলা বালু মহাল পর্যন্ত রাস্তার বেহাল দশা। ধুলাবালিতে ভরা রাস্তা পিচ ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। রাস্তার দু’পাশে জমেছে বালুর স্তুপ, মাটি চাপা পড়ে বন্ধ হয়ে গেছে পয়ঃনিষ্কাশনের ড্রেন।

যানবাহন এলে বাতাসে বালু ও ধুলা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। ধুলাবালি উড়ে গিয়ে পড়ে আশপাশের বসতবাড়িতে। কাপড় দিয়ে নাক মুখ চেপে চলাচল করতে হয় পথচারী ও স্থানীয়দের। এর জন্য বালুমহাল থেকে ডাম্প ট্রাকে বালু বহন করাকে অন্যতম কারণ বলছেন স্থানীয় ভুক্তভোগীরা।

উত্তর গোসাইপুরের রণি ইসলাম, মর্জিনা বেগম ও সালেহা খাতুনসহ অনেকেই জানান, এই এলাকায় বসবাস করতে সমস্যায় পড়ছি। যানবাহন চলাচল করলেই ধুলা-বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে।

গত ৫/৬ মাস থেকে ১০ চাকার ডাম্প ট্রাকে ওভারলোড নিয়ে বালু পরিবহনের কারণে এ অবস্থা। এর আগে বালু বোঝাই করে দশ চাকার ডাম্প ট্রাক এই সড়কে চলাচল করতো না বলেও জানান তারা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা