নাটোরে সদর হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

নাটোরে সদর হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি

নিরাপত্তা কর্মিকে ছুরিকাঘাত করে জখম করার প্রতিবাদে নাটোর সদর হাসপাতালের কর্মচারীরা ৪ ঘন্টার কর্মবিরতি পালন করছে। এ সময় হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকে। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা সকালে থেকে কাজে যোগ না দিয়ে জরুরী বিভাগের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এ সময় চিকিৎসকদের চেম্বারসহ বিভিন্ন দপ্তরে তালা লাগিয়ে দেয়া হয়। কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও সংহতি প্রকাশ করে প্রতিবাদে অংশ নেন। পরে নাটোর সদর আসনের সংসদ সদস্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যায় তারা।

মঙ্গলবার দুপুরে আল আমিন নামে স্থানীয় এক যুবক নারীদের সিরিয়ালে ঢুকে জোর করে চিকিৎসকের কক্ষে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মী সুজন তাকে বাধা দিলে সুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আল আমিন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা