রাত পোহালেই গলাচিপার ৮ ইউপিতে ভোট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

রাত পোহালেই গলাচিপার ৮ ইউপিতে ভোট

রাত পোহালেই পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নে ভোট। নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। তবে এবারের নির্বাচনে সবার আলাদা দৃষ্টি রয়েছে পানপট্টি ইউনিয়নে। পানপট্টি ইউনিয়নে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

ইভিএম পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ভোটারদেরও আগ্রহ লক্ষণীয়। বুধবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটের ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সরঞ্জামাদিসহ সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারিত ভোট কেন্দ্রে রওয়ানা দিয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় ধাপে ৮টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে, প্রথম ধাপে ৪টি ইউপির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার গলাচিপার চরকাজল, চরবিশ্বাস, গলাচিপা সদর, পানপট্টি, ডাকুয়া, কলাগাছিয়া, বকুলবাড়িয়া ও গজালিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এবারের ইউপি নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও ৮টি ইউনিয়নের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত প্রশাসনের অতিরিক্ত মোবাইল টিম টহলের দায়িত্বে থাকবে। গলাচিপা উপজেলার যে সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার কোনোটিতেই এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা