মাদারীপুরের দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ২০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

মাদারীপুরের দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ২০

মাদারীপুরের কালকিনিতে আসন্ন ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। কালকিনি উপজেলার সিডিখানে আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকিনির সিডিখান ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁনমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শতাধিক ককটেল ও হাতবোমা বিম্ফোরণ হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা