রাজশাহীতে পুলিশে চাকরি পেলেন ৫৪ জন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

রাজশাহীতে পুলিশে চাকরি পেলেন ৫৪ জন
রাজশাহীতে ঘুষ ছাড়াই পুলিশে নিয়োগ পেয়েছেন ৫৪ জন। মৌখিক পরীক্ষা শেষে তাদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এখন সরকারি খরচে স্বাস্থ্য পরীক্ষায় উতরে গেলেই তাদের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের। পেশাদারিত্বের প্রশিক্ষণ শেষে তারা যোগ দেবেন কর্মস্থলে।
 
পুলিশ কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের ধারণা পুলিশে তদবির আর ঘুষ ছাড়া চাকরি মেলে না। কিন্তু এই ধারণা এবার মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা চাকরি পেয়েছেন তারাও বলছেন একই কথা। তাদের ভাষ্য শুধু নিজের যোগ্যতায় তারা ধরতে পেরেছেন চাকরি নামের সোনার হরিণ।
 
রাজশাহী জেলায় নিয়োগ দেওয়ার কথা ছিলো ৫৪ জন। এরমধ্যে ৪৬ জন পুরুষ ও ৮ জন নারী। তবে অনলাইনে আবেদন করেন ৯ হাজার ৬৫৬ জন। পুলিশ সদর দফতর চাকরিপ্রার্থীদের আবেদনে দেওয়া তথ্য যাচাই-বাছাই করে। এতে বাদ পড়েন ৭ হাজার ৪৯৬ জন। বাকি ২ হাজার ১৬০ জন ডাক পান শারীরিক পরীক্ষার জন্য। ২৯ অক্টোবর শুরু হয় পরীক্ষা। নতুন নিয়মে কয়েকটি ধাপে শারীরিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন ৬২২ জন। তারা লিখিত পরীক্ষা দেন। এ পরীক্ষায় পাস করেন ১৫২ জন। সোমবার তাদের নেওয়া হয় মৌখিক পরীক্ষা। এরপর রাত ১২টার দিকে সবার উপস্থিতিতেই প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। 
 
প্রাথমিকভাবে নির্বাচিত ৫৪ জনের পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় কেউ বাদ পড়লে অপেক্ষামান তালিকা থেকে নেওয়া হবে।
 
মোহনপুরের সাকিবুল হাসানের বাবা মারা গেছেন আট বছর আগে। মা কাজ করেন অন্যের বাড়িতে। সাকিবুল বললেন, আমরা ঘুষ ছাড়াই চাকরি পেয়েছি। চাকরিজীবনেও আমরা কোন ঘুষ নেব না। আমরা আজ যারা নির্বাচিত হয়েছি তারা প্রত্যেকেই নিজেদের যোগ্যতায় ঘুষ ছাড়া নির্বাচিত হয়েছি। তাই আমরা ভবিষ্যতে দেশপ্রেম নিয়েই কাজ করতে চাই।
 
রাতেই এসপি এবিএম মাসুদ হোসেন নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, নতুন নিয়মে এবার পুলিশে নিয়োগ হচ্ছে। অনলাইনে আবেদন করার পর তথ্য-যাচাই বাছাই করে শারীরিক পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা করেছে পুলিশ সদর দফতর। এরপর রাজশাহীতে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। এতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার খাতা কোড নম্বরে দেখা হয়েছে সদর দফতরে। যারা চাকরি পেয়েছেন তারা ঘুষ-তদবির ছাড়াই পেয়েছেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা