স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটারটি সাড়ে ৩ কোটিতে বিক্রি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটারটি সাড়ে ৩ কোটিতে বিক্রি

বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক। ৪৫ বছর আগে তাদের নিজের হাতে বানানো কম্পিউটার দিয়েই শুরু হয় এই প্রতিষ্ঠানের যাত্রা। সেই কম্পিউটারটিই উঠলো নিলামে। যা চার লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বাংলাদেশি মুদ্রায় এই কম্পিউটারের মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আয়োজিত একটি নিলামে ওই কম্পিউটারটি বিক্রি হয়।

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে বানানো এই কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। এ রকম প্রায় ২০০ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্য থেকে একটি উঠতে চলেছে নিলামে।

স্টিভের তৈরি বাকি কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান। শুধুমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা