হুতি বিদ্রোহীরা মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2021

হুতি বিদ্রোহীরা মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করল

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে মার্কিন নির্মিত স্ক্যানঈগল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে কাজ করা এই ড্রোনটি ধ্বংস করে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য জানান। 

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালের দিকে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে। সে সময় ড্রোনটি মারিব প্রদেশের আল-জুবাহ এলাকায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। জেনারেল সারিয়ি তার নিজের টুইটার পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী খুব শিগগিরি ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করবে। উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইয়েমেনের সেনারা মারিব প্রদেশ থেকে সৌদি জোটের আরও একটি স্ক্যানঈগল ড্রোন ভূপাতিত করেছিল।

সূত্র : পার্সটুডে


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা