চলতি বছরে বন্যায় চীনে মৃত্যু ৫৯০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

চলতি বছরে বন্যায় চীনে মৃত্যু ৫৯০

অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জন মারা গেছে। এতে পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে। সোমবার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী ঝোও ঝুয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় পাঁচ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৫৯০ জন নিহত ও কিংবা নিখোঁজ হয়েছেন। এছাড়াও এতে ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ঝোও ঝুয়েন বলেন, বন্যায় দুই লাখ তিন হাজার বাড়িঘর ধসে পড়েছে। তিনি বলেন, এতে তিন হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত বাড়তে দেখা গেছে চলতি বছরে চীনের বিভিন্ন অঞ্চলে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা