পাটগ্রামে ভারতীয় নাগরিকের মৃত্যু, লাশ থাকবে হিমঘরে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

পাটগ্রামে ভারতীয় নাগরিকের মৃত্যু, লাশ থাকবে হিমঘরে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রবীর মণ্ডল (৪১) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছে।  সোমবার ( ৮ নভেম্বর) বিকেলে তিনি মারা যান। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে রাখা হবে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।  
 
পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বরানগর এলাকার প্রবীর মণ্ডলের সঙ্গে ভারতীয় পাসপোর্ট রয়েছে। পাসপোর্টের ভিসার মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গেছে। তিনি এতদিন ঢাকায় অবৈধভাবে অবস্থান করছিলেন। গত রোববার (৭ নভেম্বর) ঢাকার বাদামতলী কোতোয়ালী এলাকার প্রবীর মণ্ডল  নৈশকোচে মিরপুর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দিকে আসেন। সোমবার (৮ নভেম্বর) সকালে তিনি ওই উপজেলায় পৌঁছান। এরপর ফেসবুকে পরিচয় হওয়া হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের প্রিয়নাথ বর্মণের ছেলে দীপঙ্কর বর্মণ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। দীপঙ্করসহ  তিনি দুপুরের দিকে পাটগ্রাম উপজেলায় আসেন।  দুপুরে উপজেলার রাবার ড্যাম এলাকায় একটি বাড়িতে খাওয়াদাওয়া শেষে বিশ্রাম নিতে থাকেন। বিকেল সোয়া তিনটার দিকে প্রবীর মণ্ডল অসুস্থ হয়ে পড়েন বলে জানান। এ সময় দ্রুত ভ্যানযোগে তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা প্রবীর মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘প্রবীর মণ্ডলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।’ 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘কিভাবে মারা গেছে তা ময়নাতদন্ত করলে জানা যাবে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রবীরের ছোট ভাই সবীর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে লাশ নেওয়ার জন্য ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। লাশ হিমঘরে রাখা হবে।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা