নগর উদ্যানে ১৭৫ শিল্পীর ৭শ’ চিত্রকর্মের প্রদর্শনী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

নগর উদ্যানে ১৭৫ শিল্পীর ৭শ’ চিত্রকর্মের প্রদর্শনী

কুমিল্লায় উন্মুক্ত চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে নবীন প্রবীণ ১৭৫ জন শিল্পীর ৭শ চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গলবার নগর উদ্যানে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু। প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আমির আলী চৌধুরী, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু ও শিল্পানুরাগী মো. শামসুজ্জামান।  

অনুষ্ঠানের আয়োজক সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্র। কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন বলেন, আমার বাংলাদেশ শিরোনামে তিন দিনব্যাপী প্রদর্শনীতে ১৭৫ জন ৪টি করে ছবি জমা দিয়েছেন। এ আয়োজনে বেশির ভাগ অংশ গ্রহণকারী হলো শিশু কিশোর। প্রদর্শনীতে বেশীর ভাগই গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা