যুক্তরাষ্ট্রের মতোই অত্যাধুনিক এয়ারক্রাফট কেরিয়ার আনছে চীন: রিপোর্ট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

যুক্তরাষ্ট্রের মতোই অত্যাধুনিক এয়ারক্রাফট কেরিয়ার আনছে চীন: রিপোর্ট

আগামী ফেব্রুয়ারিতেই অত্যাধুনিক একটি এয়ারক্রাফট কেরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করবে চীন। যা যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট কেরিয়ারের সমতুল্য। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সম্প্রতি চীনের জিয়াংনান প্রদেশে নির্মাণাধীন অত্যাধুনিক একটি এয়ারক্রাফট কেরিয়ারের ছবি প্রকাশ করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্তাশনাল স্টাডিজ (সিএসআইএস)। ছবিগুলো দেখে মনে হচ্ছে টাইপ-৩ বিভাগের একটি এয়ারক্রাফট কেরিয়ার বানাচ্ছে চীন।

সিএসআইএস জানায়, এয়ারক্রাফট কেরিয়ারের অনেক কাজই শেষ হয়েছে। বিশেষ করে পাওয়ার প্লান্ট ও বিমান উড্ডয়নের সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রাপ্ত তথ্য মোতাবেক টাইপ-৩ এর সেই এয়ারক্রাফট কেরিয়ারের কাজ শেষ হতে ৩ থেকে ৬ মাস সময় লাগবে চীনের। ফেব্রুয়ারির আগেই যার কার্যক্রম শুরু হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা আছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা