পরমাণু আলোচনা প্রসঙ্গে ফ্রান্স-ইরান ফোনালাপ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

পরমাণু আলোচনা প্রসঙ্গে ফ্রান্স-ইরান ফোনালাপ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা সেখান থেকেই শুরু করতে যেখান পর্যন্ত আলোচনা থেমে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাহেইনের সঙ্গে মঙ্গলবার (৯ নভেম্বর) এক ফোনালাপে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বরের শেষ দিকে পুনরায় পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। তার আগে মার্কিনিদের অন্যতম মিত্র ফ্রান্সের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

পুনরায় পরমাণু আলোচনা শুরুর কথা হলেও ইরান নিজের দাবিতে অনড়। গতকাল সোমবার তারা জানায়, ২০১৫ সালে ইরান ও ৬ পরাশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেন। নতুন করে চুক্তি হলে যুক্তরাষ্ট্রকে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে জো বাইডেন প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে তারা এই চুক্তি ক্তহেকে বের হবে না।

ইরানের এমন বক্তব্যের পরেই হোসেইন আমিরাবদোল্লাহেইনের ফোনে কথা বলেন জিন-ইভেস লে ড্রিয়ান। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গত জুনের ২০ তারিখ পরমাণু আলোচনা থামিয়ে দেয় ইরান। সেই আলোচনা কতোটুকু গুরুত্বপূর্ণ, তা ফোনালাপে তুলে ধরেছেন লে ড্রিয়ান। হোসেইন আমিরাবদোল্লাহেইনকে থেমে থাকা সেই আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা