মধ্য জাফলং থেকে ১২২৮ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার।


জাহাঙ্গীর আলম গোয়াইনঘাট প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 09-11-2021

মধ্য জাফলং থেকে ১২২৮ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং চা বাগান থেকে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাফলং চা বাগান এলাকার একটি সবজি দোকানের সামন থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে জানায় র্যাব-৯। আটক ব্যক্তির নাম মনিল ভূমিজ (২৮)। সে উপজেলার উত্তর প্রতাপপুরের মৃত গণেশ ভূমিজের পুত্র। র্যাবের দাবি মনিল ভূমিজ পেশাদার মাদক ব্যবসায়ী। র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জনসাধারণের সম্মুখে তার শরীর তল্লাশি করে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মনিল ভূমিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা