গুরুদাসপুরে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

গুরুদাসপুরে অবাধে চলছে শামুক-ঝিনুক নিধন

গুরুদাসপুরের বিলগুলোতে পানি কমে যাওয়ায় বেড়েছে শামুক নিধনযজ্ঞ। বিলের তলদেশ থেকে জাল দিয়ে ছেঁকে তোলা হচ্ছে শামুক-ঝিনুক। এভাবে শামুক ধরতে গিয়ে জালে আটকা পড়ছে জলজ উদ্ভিদ ও লতাগুল্ম। শামুক বিক্রি করা গেলেও জলজ উদ্ভিদ ও লতাগুল্ম ডাঙ্গায় ফেলে নষ্ট করা হচ্ছে। ফলে জৈববৈচিত্র হুমকির মুখে পড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষায় কর্মহীন হয়ে পড়া চলনবিলের গুরুদাসপুর উপজেলার রুহাই, বিলশা, চর বিলশা, পিপলা, হরদমাসহ চলনবিল কেন্দ্রিক মানুষ বাড়তি আয়ের আশায় শামুক নিধনে নেমেছেন। চলনবিলের গুরুদাসপুর অংশসহ পার্শ্ববর্তী সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার থেকে মই ও বাদাইজাল দিয়ে এভাবেই প্রতিদিন শামুক সংগ্রহ করেন। সংগৃহীত এসব শামুক বিক্রির জন্য প্রতিদিন ভোরে হাটে তোলা হয়। শামুক ক্রয়-বিক্রয়ের জন্য গুরুদাসপুরের চরবিলশা ও পিপলা এলাকায় প্রতিদিন ভোরে হাট বসে।

স্থানীয়রা বলছেন, আহরণ করা শামুক-ঝিনুক হাঁস ও মাছের খামারের খাদ্য হিসাবে ব্যবহার হচ্ছে। এছাড়াও প্রাকৃতিক চুন তৈরিতে ব্যবহার করা হচ্ছে এসব শামুক ও ঝিনুক। স্থানীয় খামারিদের চাহিদা মেটানোর পরও দিনে ৪/৫  ট্রাক শামুক যাচ্ছে কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন জেলায় চিংড়ি ঘের ও মাছের খামারে। প্রতি ট্রাকে ২৫০ বস্তা শামুক পরিবহন হয়ে থাকে।

বিলশার শামুক বিক্রেতা জামিল হোসেন জানান, বিলের শামুক সংগ্রহ ও বিক্রি চলে আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত। বড় আকারের শামুক বিক্রি হয় প্রতি বস্তা ২০০ থেকে ২৫০ টাকায়। প্রতিদিন গড়ে ২ বস্তা সংগৃহীত শামুক থেকে তার আয় ৪শ থেকে ৫০০শ টাকা।


গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়নের চরবিলশা ঘাটে কথা হয় বরিশাল থেকে আসা আছাদুলের সঙ্গে। তিনি বলেন, হাঁসের খামারের জন্য তিনি ছোট আকারের এক বস্তা শামুক ১০০ থেকে ১১০ টাকায় কিনছেন। শামুক হাঁসের আদর্শ খাবার। দামেও সাশ্রয়ী একারণে তিনি শামুক হাঁসের খাদ্য হিসেবে ব্যবহার রছেন।

গুরুদাসপুর উপজেলা কৃষি ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শামুক-ঝিনুক প্রকৃতির ব্যাপক কাজে আসে। বিলের তলদেশে বিচরণ করে এরা পানি নোংরা পানির পোকা মাকড় ও জলজ উদ্ভিদ খেয়ে পানি পরিষ্কার করে থাকে। বিলের পানি শুকিয়ে গেলে এসব শামুক-ঝিনুক পচে গিয়ে জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। যথেচ্ছভাবে কৃষকের বন্ধু শামুক ও জলজ উদ্ভিদ নিধন হলে মাটির ক্যালসিয়াম কমে গিয়ে ফসলের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা আছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, শামুক-ঝিনুক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরিমধ্যে বিলশা এলাকায় শামুক নিধন বন্ধে উঠোন বৈঠকও করা হয়েছে ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা