অধিনায়কত্ব পর্বের সমাপ্তি; ‘অন্যরকম’ বার্তা কোহলির


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

অধিনায়কত্ব পর্বের সমাপ্তি; ‘অন্যরকম’ বার্তা কোহলির

টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ বিরাট কোহলির অধিনায়কত্ব পর্ব। সোমবার জিতেই শেষ করলেন তিনি। ইঙ্গিত দিলেন, পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দেখতে চাইছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বিদায় নিল ভারত। পর্ব শেষ করে সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন কোহলি।

নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জেতে ভারত। ম্যাচ শেষে টুইট করে কোহলি লেখেন, ‘আমরা একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। আপনাদের সকল থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয়। এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিজ্ঞা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ।’

ভারতের টি২০ অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। জিতেছেন ৩২টি, হেরেছেন ১৬টি। দু’টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। তাঁর নেতৃত্বে এটাই ছিল ভারতের প্রথম টি২০ বিশ্বকাপ। ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগেই নতুন কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন রাহুল দ্রাবিড়। নতুন অধিনায়কের নামও জানিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা