শেরপুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, আহত ১০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

শেরপুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, আহত ১০

শেরপুর সদরের ২নং চরশেরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চরশেরপুর ২নং ইউনিয়নের নাজিরাবাগ বাজারে গতকাল সোমবার রাতে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী রজব আলী নাজিরাবাগ বাজারে নির্বাচন প্রচারণা চালানোর সময় তালা প্রতীকের মেম্বার প্রার্থী জিকির আলী মোহরের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কুপিয়ে গুরুতর জখম করা হয় রজব আলীর সর্মথক হারুন অর রশীদকে। এছাড়াও রজব আলীর সমর্থক শাকিল, শান্ত, মহিলাসহ দু'পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনায় রজব আলী মোহরের বাবা আখতার আলী ও সমর্থক আমীর হামজাও আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই মামলা দিয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ বলেছেন, মামলা হয়েছে পরিস্থিতি এখন শান্ত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা