স্পেনের পালমা দ্বীপের অগ্ন্যুৎপাত, বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

স্পেনের পালমা দ্বীপের অগ্ন্যুৎপাত, বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ

স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় দুই মাস ধরে অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয়রা। যেভাবে লাভা নির্গত হচ্ছে তাতে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

আগুনের তীব্রতা এতোই বেশি যে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি ২০ হাজার একরের বেশি এলাকাজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এরই মধ্যে শতশত বাড়িঘর, স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, লাভা, দূষিত কণা ও ছাইয়ের কারণে লা পালমা দ্বীপের যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অগ্ন্যুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে। এদিকে প্রশাসন পক্ষ থেকে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ও গবেষক ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই অঞ্চলে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা