ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ নবজাতকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-11-2021

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ নবজাতকের মৃত্যু

ভারতের মধ্য প্রদেশ রাজ্যের একটি হাসপাতালে নবজাতক ওয়ার্ডে আগুন লেগে অন্তত চার নবজাতকের মৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে সোমবার রাতে ভোপালের কমলা নেহেরু শিশু হাসপাতালে একটি নবজাতক-সেবা ইউনিটে আগুনের ঘটনা ঘটে। ওই সময় অন্তত ৪০ শিশু ভর্তি ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপণ কর্মীরা। হাসপাতাল থেকে দমকলকর্মীরা ৩৬টি শিশুকে বাঁচাতে সক্ষম হয়েছে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে কর্মকর্তারা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণ হতে পারে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ঘটনাটি দুঃখজনক। তিনি একটি তদন্তের নির্দেশ দেন এবং নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সময় আনুমানিক ৯ টায় আগুন লাগে। আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লেগেছে দমকলকর্মীরা। নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করা হয় না বলে ভারতের হাসপাতালগুলোতে প্রায়ই আগুন লাগে। গতসপ্তাহে মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা