ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে মিট লাভারস ফেস্ট


সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার , আপডেট করা হয়েছে : 09-11-2021

ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে মিট লাভারস ফেস্ট

মাংসের মুখরোচক ও বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের খাবার নিয়ে ঢাকার ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে চলছে ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলা কাট’। গুলশান-২ এ অবস্থিত পাঁচ তারকা অভিজাত এই হোটেল অ্যান্ড রিসোর্টসে ফেস্টিভ্যালটি শুরু হয়েছে গেল ৪ নভেম্বর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত মিট লাভারস ফেস্টটি শেষ হবে ১৩ নভেম্বর।   এবারের মিট ফেস্টে স্বাস্থ্যকর ও সুস্বাদু মাংসের খাবারগুলো ইতিমধ্যে ভোজনরসিকদরে মাঝে সাড়া ফেলেডরিন- এর আন্তর্জাতিক মান সম্পন্ন অভিজ্ঞ শেফরা বাংলা কাটের সেরা গরুর মাংস দিয়ে চমৎকার সব ডিশ তৈরি করছেন। এ ছাড়া আরও আছে মজাদার সব খাবারের সমাহার। মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলা কাট- এই বাফেট ডিনার খাদ্যপ্রেমিকরা উপভোগ করতে পারবেন জন প্রতি ৬৬০০ টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার, কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য। ছে। অতুলনীয় স্বাদের এবারের মিট ফেস্টিভ্যালটি স্পন্সর করেছে ‘বাংলা কাট’। যা বাংলাদেশের প্রথম প্রিমিয়াম, হ্যান্ড-কাট, আর্টিজানাল মাংসের ব্র্যান্ড।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা